• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

 দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

 দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী জাকিয়া সুলতানা নামে এক গৃহবধূর মৃত্যু এবং তার স্বামী আহত হয়েছেন। নিহত জাকিয়া সুলতানা (৩৫) চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউপির বিন্যাকুড়ি গ্রামের চেমাশাহ্পাড়ার মো. আনোয়ার হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের চিরিরবন্দরের আব্দুলপুর ইউপির আন্ধারমুহা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই সড়কে আনোয়ার হোসেন ও তার স্ত্রী জাকিয়া সুলতানা বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে চিরিরবন্দরে যাচ্ছিলেন। এসময় তারা রানীরবন্দর-চিরিরবন্দর সড়কের আন্ধারমুহা বাজারে পৌঁছলে একইদিক থেকে আসা দ্রুতগামী একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকেসহ দাঁড়িয়ে থাকা অপর একটি রিকশা ভ্যানকেও ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী জাকিয়া সুলতানা ও তার স্বামী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিয়া সুলতানাকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বামী আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটিকে আটক করা হলেও ট্রাক্টর চালক ও তার সহযোগী পালিয়ে যায়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –